Saturday, August 23, 2025
Google search engine
HomeUncategorizedদুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত নরসিংদীর চরাঞ্চলে

দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত নরসিংদীর চরাঞ্চলে

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও টেঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা করে।

নিহত দুজন হলেন উপজেলার চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও আবদুল বারিকের ছেলে বাশার মিয়া (৩৫)।

এ সম্পর্কে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের লাশ রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নুরউদ্দীন মো. জাহাঙ্গীর জানান, গুলিবিদ্ধ হয়ে নিহত দুই ব্যক্তির লাশ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয় সূত্র জানায়, মোহিনীপুর গ্রামে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার ঘিরে স্থানীয় ইউপি সদস্য সামসু মিয়ার সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বিরোধ চলে আসছে। প্রায়ই দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর আগে সংঘর্ষে আবদুস সালামের অনুসারীরা হেরে গিয়ে এলাকা ছাড়েন। ঈদ সামনে রেখে আজ শুক্রবার ভোরের দিকে তাঁরা এলাকায় ফিরছিলেন। এ সময় ইউপি সদস্য সামসু মিয়ার লোকজন তাঁদের বাধা দেন। এ সময় দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ও টেঁটা-বল্লম নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আবদুস সালাম পক্ষের দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

আবদুস সালাম বলেন, ‘গত ছয় মাস প্রতিপক্ষের হামলার ভয়ে আমার অনুসারীরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন। আজ তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় সামসু মেম্বারের লোকজন দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার পক্ষের দুজন নিহত হয়েছেন।’

এ বিষয়ে জানতে ইউপি সদস্য সামসু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments